Image description

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ প্রটোকল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এক গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়াতে ইসলামী কলাপাড়া পৌর শহরে এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলাপাড়া পৌরশহরে গনমিছিল শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভার সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির সভাপতি ইমন ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসহাক সভাপতি মুন্সি, জামায়াতে ইসলামীর কলাপাড়া পৌর শাখা আমীর মাওলানা আমিনুল ইসলাম।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবদুল খালেক ফারুকী এবং জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার আমীর ও খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল কাইউম।

এসময় বক্তারা বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহি:প্রকাশ। এই আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়েছে কোন স্বৈরাচার টিকতে পারেনি। এসময় নেতৃবৃন্দ গণতন্ত্র, ন্যায়ের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।