
খুলনায় চরমপন্থি নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে শাহাদাতকে একদল মুখোশধারী দুর্বৃত্ত ধাওয়া করে। তিনি শফি টায়ারের দোকানে আশ্রয় নিলে সেখানে তাকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শাহাদাতের বিরুদ্ধে বোমা হামলায় দুই পুলিশ সদস্য হত্যাসহ একাধিক মামলা ছিল। দীর্ঘ দেড় দশক কারাভোগের পর চলতি বছর জামিনে মুক্তি পেয়ে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তবে হত্যার কারণ ও দুর্বৃত্তদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গত এক বছরে খুলনা নগরীতে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই সময়ে ৩১ জন হত্যার শিকার হয়েছেন। মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা নগরবাসীকে আতঙ্কিত করে তুলেছে। চলতি মাসের প্রথম পাঁচ দিনেই তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে গত ৩ আগস্ট রাতে মহেশ্বরপাশার উত্তর বণিকপাড়ায় ঘের ব্যবসায়ী আলামিন হাওলাদারকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনাও উল্লেখযোগ্য।
নগরবাসী এসব ঘটনায় উদ্বিগ্ন। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
Comments