Image description

মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় ঠাকুরগাঁও থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এসে বিষপানে আত্মহত্যা করেছেন গোলাম ফেরদৌস দুর্লভ (২৪) নামে এক তরুণ। গত সোমবার দুপুরে এই ঘটনা ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্লভ মারা যান। তার পরিবার ও পুলিশের উপস্থিতিতে তরুণী জানান যে তার বাবা-মা অন্যত্র বিয়ে ঠিক করেছেন।

সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান অপমৃত্যুর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আত্মহত্যায় প্ররোচনাকারীর বিরুদ্ধে তরুণের স্বজনরা চাইলে থানায় অভিযোগ দিতে পারেন।