Image description

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মিনা আবদুল্লাহ বন্দরে একটি পানির ট্যাঙ্কে বিস্ফোরণে অন্তত তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ওই বন্দরে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। কুয়েতের আরবি ভাষার দৈনিক আল-আনবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মিনা আবদুল্লাহ বন্দরে রাসায়নিক ব্যবহার করে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। তবে এই বিদেশি শ্রমিকরা কোন দেশের নাগরিক তা জানায়নি কুয়েতি কর্তৃপক্ষ।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-আনবার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরের শ্রমিকরা ট্যাঙ্কটি রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করছিলেন। ওই সময় সূর্যের প্রচণ্ড তাপের রাসায়নিকের বিস্ফোরণ ঘটেছে।

পরে বিস্ফোরণের খবর পেয়ে কুয়েতের জরুরি পুলিশ টহল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এছাড়াও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। তবে বিস্ফোরণে নিহতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিক তদন্তে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার রাসায়নিক ও উচ্চ তাপমাত্রার সংমিশ্রণে এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে।