Image description

চট্টগ্রামের সীতাকুন্ডে ঝগড়া থামাতে গিয়ে জগৎ হরি দাশ (৬০) নামে এক বৃদ্ধ জেলে তার একটি চোখ হারিয়েছেন। রোববার (৩ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিমে জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। 

মারাত্মক ভাবে আহত জগৎ হরি দাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ২০নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।এই বিষয়ে রাতে সীতাকুন্ড থানা একটি অভিযোগ দায়ের করেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাহানাবাদ গ্রামের জেলে পাড়ায় হিরালাল জলদাস ও খোকন জলদাস দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক বিরোধের জেরে রোববার দুপুরের দিকে ঝগড়া সৃষ্টি হয়। এসময় জেলে পাড়ার মৃত তরুণ হরিদাশের ছেলে জগৎ হরি দাশ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গেলে মাঝে পড়ে চোখে মারাত্মক জখম হন। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসকরা জানিয়েছেন তার ডান চোখে মারাত্মক জখমের কারণে চোখ হারাতে হতে পারে। 

চোখ হারানো বৃদ্ধ জগৎ হরি দাশের ছোট ভাই প্রেমলাল বলেন, দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গেলে তাদের দায়ের কোপে ডান চোখ হারান আমার ভাই। 

জেলেপাড়ার সর্দার দিলিপ দাশ বলেন, আমার গ্রামে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাঁটি থামাতে যায় বৃদ্ধ জগৎ হরি দাশ। এসময় দুই ভাইয়ের মারপিটের মাঝে পড়ে চোখ হারান তিনি। এ ঘটনার রাতে সীতাকুন্ড থানায় মামলা একটি অভিযোঘ দায়ের করেন বলে জানান স্বজনরা।