Image description

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হত্যা মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতা হাতকড়াসহ নৌকা থেকে হাওরের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়েছেন। সোমবার (৪ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার বাগহাতা হাওরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পলাতক ব্যক্তি আবদুল মজিদ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং বাগহাতা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে ৯ জন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আবদুল মজিদ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রাম থেকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাকে হাতকড়া পরিয়ে নৌকায় করে বানিয়াচং থানায় নিয়ে যাওয়ার সময় বাগহাতা হাওরে তার স্বজন ও অনুসারীরা নৌকার পথে বাধা দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে আবদুল মজিদ হাতকড়াসহ হাওরের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে বানিয়াচং থানা থেকে পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, “আবদুল মজিদ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৯ হত্যাকাণ্ডের মামলার একজন আসামি। গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় তার কিছু আত্মীয়-স্বজন বাধা সৃষ্টি করেন। এ সময় তিনি কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।”