Image description

উচ্চমাধ্যমিক স্তরের পাঠদান বহাল রেখেই ঢাকার সাতটি সরকারি কলেজের সমন্বয়ে চালু হচ্ছে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'। এই নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম পরিচালিত হবে হাইব্রিড পদ্ধতিতে, যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং বাকি ৬০ শতাংশ ক্লাস সশরীরে অনুষ্ঠিত হবে। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড ধরনের। ক্লাস অনলাইনে ও অফলাইনে হলেও সব পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

 তিনি আরও জানান, দেশের ইতিহাসে এই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিক স্তরের পাঠদানও চালু থাকবে। সাতটি কলেজের মধ্যে পাঁচটিতে একাদশ শ্রেণির পাঠদান আগে থেকেই ছিল। এবার ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজেও উচ্চমাধ্যমিক শ্রেণি চালুর প্রস্তাব করা হয়েছে।

সম্মেলনে আরও জানানো হয়, প্রথম চারটি সেমিস্টারে শিক্ষার্থীরা নন-মেজর কোর্স পড়বেন। পরবর্তী চার সেমিস্টারে ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স পড়ানো হবে। শিক্ষার্থীরা পঞ্চম সেমিস্টারে শর্ত সাপেক্ষে ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবেন, তবে কলেজ পরিবর্তনের সুযোগ থাকবে না। স্নাতক পর্যায়ে ২৩টি বিষয়ের প্রতিটিতে সর্বোচ্চ ৪০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

এই নতুন বিশ্ববিদ্যালয়টি ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সম্মিলিত কাঠামোর ভিত্তিতে গড়ে উঠেছে।