Image description

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু নিজেকে নির্দোষ দাবি করেছেন। শনিবার (২ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানিতে তিনি বলেন, "রিয়াদ বাদে আমরা বাকিরা সবাই নির্দোষ। রিয়াদের ডাকে গিয়ে ফেঁসে গেছি।"

শনিবার বিকেলে সাদা প্রাইভেট কারে করে অপুকে আদালতে আনা হয়। এ সময় তিনি মুখ লুকাতে চাইলেও পুলিশ তার মুখের সামনে থেকে হেলমেটের কাঁচ সরিয়ে দেয়। সাংবাদিকরা তাকে চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি, তবে তাকে কাঁদতে দেখা যায়।

শুনানির এক পর্যায়ে অপু বিচারকের কাছে কথা বলার সুযোগ চান। তিনি বলেন, রিয়াদ বাদে বাকি ৪ জন এবং তিনি নিজে এই ঘটনায় জড়িত নন। তার দাবি, রিয়াদ বিপদে পড়ে তাদের ডেকেছিল এবং তারা সেখানে গিয়ে ফেঁসে গেছেন। অপু আরও বলেন, ঘটনার দিন তারা যখন বাসায় যান, তখন চাঁদাবাজির কথা শুনেই তিনি সেখান থেকে চলে আসেন। তিনি তার লোকেশন ট্র্যাকিং করার অনুরোধ করেন এবং রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেন।

এরপর আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, "আমি তো ২২ জুলাই থেকে কিশোরগঞ্জে ছিলাম। আমি ঘটনাস্থলেই ছিলাম না। আপনারা উল্টাপাল্টা লিখবেন না।"

উল্লেখ্য, এই মামলায় ইতোপূর্বে আবদুর রাজ্জাক রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং এক শিশুকে কারাগারে পাঠানো হয়েছে। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর ২৬ জুলাই গুলশান থানায় এই মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই রিয়াদ ও অপু ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ১০ লাখ টাকা আদায় করেন। এরপর ১৯ ও ২৬ জুলাই তারা আবারও টাকার জন্য চাপ দিলে পুলিশ পাঁচজনকে হাতেনাতে ধরে। তখন অপু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।