
নতুন বাংলাদেশের জন্য নিজেদের 'ইশতেহার' ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক জনসমাবেশে এই ইশতেহার প্রকাশ করা হবে। শনিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এ পদযাত্রা কর্মসূচির মাধ্যমে তারা দেশের ৫৯টি জেলায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, দেশ নিয়ে তাদের ভাবনা এবং একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের প্রত্যাশা শুনেছেন।
এনসিপির আহ্বায়ক জানান, অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে গত ১ জুলাই থেকে তাদের জুলাই পদযাত্রা শুরু হয়েছিল। এ কর্মসূচির অভিজ্ঞতা থেকে দল তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করেছে। এই ইশতেহারে তরুণদের জন্য পরিকল্পনা, অর্থনৈতিক রূপরেখা এবং দেশের আইনশৃঙ্খলা, পুলিশ ও প্রশাসন নিয়ে তাদের ভাবনা তুলে ধরা হবে।
তিনি বলেন, "জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়েছিলাম। নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি ও যে রাষ্ট্রভাবনার রূপকল্প রয়েছে, তা আমরা রোববার প্রকাশ করব।"
শহীদ মিনারে রোববার বিকেল ৪টায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানান, গত বছরের ডিসেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের প্রথম খসড়া দেওয়া হয়েছিল। এখন অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের খসড়া সমন্বয় করে একটি চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি করছে। তিনি বলেন, "আমাদের দাবি ছিল, ঘোষণাপত্রের অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমরা আশা করছি, সরকারের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হবে।"
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে, এনসিপি এই উদ্যোগকে স্বাগত জানায়।
Comments