Image description

গাজীপুরের শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন। 

জানা যায়, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে দুইজন মাদক কারবারি পিকআপযোগে গাঁজা নিয়ে গাজীপুর শ্রীপুর হয়ে ময়মনসিংহ অভিমুখে যাচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে শ্রীপুর থানাধীন গড়গড়িয়া দক্ষিণপাড়া এলাকায় অধিদপ্তর থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভা ১ নং ওয়ার্ড এলাকার আব্দুল হাসিম মিয়ার ছেলে আন্তঃজেলা মাদক চোরাকারবারি রায়হান মিয়া (২৫) ও আখাউড়া চান্দ মধ্যপাড়া এলাকার মোঃ জলিলের ছেলে মোঃ কালকে (২০) গ্রেপ্তার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তারা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিকআপে গাঁজার চালান বহন করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন। ইতিপূর্বে তারা গাজীপুরসহ বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের বিষয়টিও স্বীকার করেছেন। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। 

প্রসঙ্গত: চলতি বছরের (১৪ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালীগঞ্জ থানাধীন মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে মাদক কারবারি রায়হান মিয়াকে ৮ হাজার পিস ইয়াবা ও তার সহযোগী হানিফ মিয়াকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। ওই ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। 

অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।