
হঠাৎ করেই টটেনহাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিন। দীর্ঘ ১০ বছরের পথচলার ইতি টেনে এই গ্রীষ্মেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে চুক্তি শেষ হওয়ার আগেই এমন আকস্মিক সিদ্ধান্তের কারণ এখনো স্পষ্ট নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সনের সম্ভাব্য পরবর্তী গন্তব্য হতে পারে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি।
টটেনহামে সনের সময়টা ছিল সাফল্যমণ্ডিত। সম্প্রতি তার নেতৃত্বে টটেনহাম ইউরোপা লিগ জিতে ১৭ বছর পর কোনো শিরোপা জয় করে, যা ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৪১ বছর পর ক্লাবের প্রথম সাফল্য।
ক্লাব ছাড়ার বিষয়ে সন বলেন, "এই গ্রীষ্মে আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্ভবত আমার ফুটবল জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। একটি দলের হয়ে ১০ বছর ধরে খেলা আমার জন্য অনেক গর্বের বিষয় ছিল। আমি প্রতিটি দিন নিজের সর্বোচ্চটা দিয়েছি।"
তিনি আরও বলেন, "মাঠে এবং মাঠের বাইরে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ইউরোপা লিগ জয় সম্ভবত আমার পক্ষে সম্ভবত সবথেকে বড় অর্জন ছিল।"
টটেনহামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন এই তারকা। ক্লাবটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে আমি এখানেই সবচেয়ে বেশি বিকশিত হয়েছি। তাই আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ।"
Comments