Image description

রাজধানীর শাহবাগে আগামীকাল রোববার (৩ আগস্ট) ছাত্রদলের ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য সংগঠনের পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করা হয়েছে।  শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রদলের শীর্ষ নেতারা এই দুঃখ প্রকাশ করেন।

এর আগে গত ১৯ জুলাই জামায়াতে ইসলামী তাদের জাতীয় সমাবেশের কারণে সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছিল।

বিবৃতিতে ছাত্রদল জানায়, জুন মাসে তারা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ৩ আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে এ বিষয়ে অনুমতিও নেওয়া হয়েছিল। তবে, জাতীয় নাগরিক পার্টির অনুরোধে এবং একটি উদার ও গণতান্ত্রিক ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।

নেতৃবৃন্দ বলেন, একটি ব্যস্ত কর্মদিবসে রাজধানীতে সমাবেশ করলে জনভোগান্তি হতে পারে, সে সম্পর্কে তারা অবগত। তা সত্ত্বেও ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে স্থান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে নেতারা নগরবাসীর প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে ছাত্রদল আরও বেশি সচেতন থাকবে বলে প্রতিশ্রুতি দেন।