চট্টগ্রাম বন্দরে থাকা জাহাজ থেকে পন্য চুরি করে সংঘবদ্ধ চক্র

চট্টগ্রামের বন্দরে থাকা জাহাজ গুলো থেকে পন্য চুরি করে নিয়ে আসে একটি সংঘবদ্ধ চক্র। একটি খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১৬ হাজার টাকার চোরাইপণ্য উদ্ধার করেছে কোস্টগার্ড। পন্যগুলো চট্টগ্রাম জেটিতে থাকা জাহাজ থেকে চুরি করেছিলো চোর চক্র।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়,গবীর রাতে বোট নিয়ে বন্দর জেটিতে থাকা জাহাজ গুলো থেকে পন্য চুরি করে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়া দামার খালের জঙ্গলের মধ্যে রেখে দেয় এই চক্রটি। পরে বিক্রয় করে দেয় পন্যগুলো। আর এই চক্রের মুল হোতা তেল রিয়াকত। এই লিয়াকতের সাগরে মাছ ধরার একটি বোট রয়েছে। সাগরে মাছ ধরার আড়ালে বন্দরে থাকা জাহাজ গুলো থেকে পন্য চুরি করে এনে এই দামার খাল থেকে সাপ্লাই দেয় লিয়াকত।
উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জা নগর জেলে পাড়ার কয়েকজন জেলে জানান, লিয়াকত প্রকাশ তেল লিয়াকত ছোয়খালী ঘাটঘরে তার একটি তেলের দোকান রয়েছে। জেলেরা বোটে জ্বালানির যত তেল লাগে এই সব তেল গুলো লিয়াকত তার দোকান থেকে দেয়। তেলের পাশাপাশি সাগরে মাছ ধরার তার একটি বোট রয়েছে লিয়াকতের। এই বোট দিয়ে লিয়াকত বন্দরে থাকা জাহাজ থেকে পন্য চুরি করে এনে এই ছোয়াখালী ঘাটঘর দামার খালের পূর্ব পাশে কেওড়া গাছের ভিতরে নিয়ে রাখে। এই খান থেকে পন্য গুলো সাপ্লাই দেয় লিয়াকত। ঘটনার পর থেকে লিয়াকত পালাতক রয়েছে বলে তারা জানান।
গত ১৯ জুলাই শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী মির্জানগর জেলেপাড়া সংলগ্ন দামার খালে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগাডের্র আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। বোটে অবস্থানরত চোরেরা বোট রেখে দ্রুত গতিতে তীরের দিকে পালিয়ে যায়। পরে পেলে যাওয়া বোট থেকে ১০ লাখ ১৬ হাজার টাকার চোরাইপণ্য উদ্ধার করেছে কোস্টগার্ড। পন্যগুলো চট্টগ্রাম জেটিতে থাকা জাহাজ থেকে চুরি করেছিলো চোর চক্র। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। পরে বোটে তল্লাশি চালিয়ে ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার জব্দকৃত চোরাই পণ্য যথাযথ বাণিজ্যিক জাহাজে হস্তান্তর এবং অন্যান্য আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ থেকে এই মালামাল গুলো চুরি করেছিলো একটি চক্র। উদ্ধারের পর জাহাজ মালিক তাদের মালামাল ফেরৎ নিয়েছে বলে জানান।
Comments