
দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় নিয়োগ দেওয়া হবে, এমন ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা করা হচ্ছে একটি ফেসবুক পেজ থেকে। ‘মানবকণ্ঠ পত্রিকা সাংবাদিক নিয়োগ বিভাগ’ নামে একটি পেজ থেকে এমন বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই পেজটির সঙ্গে দৈনিক মানবকণ্ঠের কোনো সংশ্লিষ্টতা নেই।
এ বিষয়ে মানবকণ্ঠ কর্তৃপক্ষ জানিয়েছে, মানবকণ্ঠ পত্রিকায় নিয়োগসংক্রান্ত তথ্যাদি অবশ্যই মানবকণ্ঠ পত্রিকা, অনলাইন ও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। আমরা মনে করি, (প্রতারণা ও জালিয়াতিতে যুক্ত) এ ধরনের পেজ মানবকণ্ঠের সুনাম ক্ষুণ্ন করছে। আমরা বিশ্বাস করি, এ পেইজটি কোনো অসদুদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পেইজটি শনাক্ত করে তা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাইবার ক্রাইম ইউনিটকে অনুরোধ জানানো হয়েছে।
পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক বিপ্লব রহমান বলেন, “আমরা আমাদের পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি দায়বদ্ধ। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম আমাদের সুনামের ওপর আঘাত হানে। আমরা জনসাধারণকে সতর্ক করছি যেন তারা শুধুমাত্র আমাদের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে তথ্য গ্রহণ করে। সব তথ্য পেতে মানবকণ্ঠের পেজগুলোতে যুক্ত থাকুন।
Comments