Image description

জয়া আহসানের ‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পেল ভারতেদুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ শুক্রবার মুক্তি পেল ভারতের প্রেক্ষাগৃহে।

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুলনাচের ইতিকথা অবলম্বনে। সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে, আর শশীর ভূমিকায় আছেন আবীর চট্টোপাধ্যায়।

নতুন এই কাজ নিয়ে জয়া আহসান বলেন, ‘কালজয়ী একটি উপন্যাস পুতুলনাচের ইতিকথা। এমন এক অসাধারণ সৃষ্টির অংশ হতে পেরে খুব ভালো লাগছে। দর্শকরা আমাকে কুসুম চরিত্রে পর্দায় দেখতে পাবেন।’

সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।