Image description

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে রাজশাহীর দুই ভাইয়ের নাম উঠে এসেছে। টিউশনি ছেড়ে রাজনীতিতে জড়িয়ে চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর বাসিন্দা সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান। আদালত চারজনকেই সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে এবং সংশ্লিষ্ট সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, সিয়াম ও সাদাবের বাবা এসএম কবিরুজ্জামান নাটোরের গোপালপুরের বাসিন্দা। প্রায় এক দশক আগে তারা রাজশাহীতে বসবাস শুরু করেন। কবিরুজ্জামান রাজশাহীর কেচুয়াতৈলের একটি গ্যাস ফিলিং স্টেশনে কর্মচারী হিসেবে কাজ করেন। 

তিনি বলেন, “আমার ছেলেরা আগে টিউশনি করত। কয়েক মাস আগে তারা রাজনীতিতে জড়ায় এবং টিউশনি ছেড়ে দেয়। আমি তাদের নিয়মিত টাকা পাঠাতাম। রোববার জানতে পারি, তারা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে। বিশ্বাস করতে পারছি না। তারা নামাজ পড়ে, দাঁড়ি রাখে। চাঁদাবাজি করবে, এটা মানতে পারছি না। আমার ছেলেরা ফাঁসানো হয়েছে।”

সিয়াম ও সাদাব রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র। স্কুলের শিক্ষক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, “ওরা খুব ভালো ছাত্র ছিল। গ্রেপ্তারের খবরে আমি বাকরুদ্ধ।”

সিয়াম ও সাদাব বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাদের এই চাঁদাবাজির ঘটনায় জড়িয়ে পড়া এলাকায় হতাশা ও বিস্ময় সৃষ্টি করেছে।