Image description

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো ডিসকভারির সহযোগিতায় এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল নাইটে তাদের বহুল প্রতীক্ষিত রেনো-১৪ সিরিজ ৫জি বাংলাদেশে উন্মোচন করেছে। আর্টসেলের লাইভ পারফরম্যান্সে মুখরিত এই অনুষ্ঠানে প্রযুক্তি ও সংস্কৃতির অনন্য সংমিশ্রণে অংশ নেন শিল্পী, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা। ‘কালচার ইন আ শট’ উদ্যোগের অংশ হিসেবে এই সিরিজে উন্নত এআই ইমেজিং প্রযুক্তির মাধ্যমে জামদানির ঐতিহ্যকে ডিজিটালি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অপোর ‘কালচার ইন আ শট’ ক্যাম্পেইনের অংশ হিসেবে রেনো১৪ সিরিজ ৫জি দুটি মডেলে বাজারে এসেছে: রেনো১৪ ৫জি (১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, মূল্য ৭৯,৯৯০ টাকা) এবং রেনো১৪ এফ ৫জি (৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, মূল্য ৪২,৯৯০ টাকা)। ওপাল হোয়াইট, লুমিনাস গ্রিন এবং ওপাল ব্লু রঙে পাওয়া যাচ্ছে এই ফোনগুলো।

এই সিরিজের অন্যতম আকর্ষণ এআই লো লাইট ফটোগ্রাফি এবং ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম, যা অন্ধকারেও প্রাণবন্ত ছবি তুলতে সক্ষম। এছাড়া, ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং এবং আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স ফিচার পানির নিচেও উচ্চমানের ভিডিও ধারণের সুযোগ দেয়। এআই এডিটর ২.০ ব্যবহারকারীদের সৃজনশীলতাকে আরও উন্নত করে, যেমন ভুল অ্যাঙ্গেল ঠিক করা বা ছবির টোন পরিবর্তনের মতো সুবিধা।

ফোনটিতে আরও রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং, এআই হাইপারবুস্ট ২.০ এবং মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইনের অ্যামোলেড ডিসপ্লে। প্রি-অর্ডারকারীদের জন্য রয়েছে আড়ং-এ ১০% ছাড়, আইওটি গিফট, কার্ডহীন ইএমআই, এক্সচেঞ্জ বোনাস এবং ২ বছরের ওয়ারেন্টি সহ ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “প্রযুক্তির মাধ্যমে ঐতিহ্য ও উদ্ভাবনের এই মেলবন্ধন আমাদের গর্বিত করে। রেনো১৪ সিরিজ মানুষের গল্প তুলে ধরতে এবং সংস্কৃতি সংরক্ষণে অবদান রাখবে।”