
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী বিরুদ্ধে নেত্রকোনায় আলেম সমাজ ও ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের বড়বাজার শাহী মসজিদের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী। এতে আলেম ওলামা, সাধারণ ছাত্র জনতা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু, পৌর বিএনপি নেতা সেলিম আহমাদ সেলু, নজরুল মিয়া, হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়েতে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ, সেক্রেটারি মাওলানা ইজহারুল ইসলাম, খেলাফত মজলিস নেতা, মুফতি আব্দুল্লাহ, খেলাফত আন্দোলন নেতা মাওলানা জাকির হোসেন, ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন, হাফেজ আবরার ফাহাদ, মাওলানা মোতালিব খান, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারী পরিষ্কারভাবে আদালত অবমাননা করেছে। আদালতে মীমাংসিত লুৎফুজ্জামান বাবরের বিষয় নিয়ে তিনি এনসিপির নেত্রকোনার পথসভায় উদ্ভট বক্তব্য দিয়েছেন। তারা চাচ্ছে নির্বাচনকে পিছিয়ে দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে গিয়ে চাঁদাবাজির পথ সুগম রাখতে। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রার নামে দেশের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। যা নেত্রকোনার ঘটনাই বড় প্রমাণ। তারা রাজনৈতিক শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজ এলাকায় এসে তার নামে মিথ্যাচার করেছে। নেত্রকোনাবাসীর আবেগে আঘাত করেছে। তারা পরিকল্পিতভাবে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করেছে।
বক্তারা আরও বলেন, মনে রাখবেন আপনারা, গোপালগঞ্জে ট্যাংকের ভিতরে ঢুকে জীবন রক্ষা করেছেন। সাধারণ মানুষ আপনাদের রক্ষা করেছে। বাবর নেত্রকোনার আবেগ। সাধারণ মানুষের আবেগে আঘাত করবেন না। নেত্রকোনাবাসী ধৈর্য ধরেছে এটিকে দুর্বলতা ভাববেন না। অবিলম্বে এনসিপির মুখ্য সমন্বয় নাসিরুদ্দিন পাটোয়ারীর বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহবান জানান তারা। অন্যথায় এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
Comments