
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর হতাহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে, শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার অভিযোগ এবং আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে তীব্র বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং বিচার ও ক্ষতিপূরণের দাবি তুলছেন। বিক্ষোভের জেরে সচিবালয়ের সব গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, ফলে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা।
সরেজমিন দেখা গেছে, পুলিশের ব্যারিকেট ভেঙ্গে শিক্ষার্থীরা শিক্ষা ভবনে ঢুকে পড়েন। পরে শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে এলে তখন সচিবালয়ের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়।
এ সময় সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে ‘ভুয়া ভুয়া’ বলে। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিলে সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
এছাড়া শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছেন তারা।
Comments