
চট্টগ্রামে এক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের সঙ্গে চকবাজার থানার সামনেও পাল্টাপাল্টি ধাওয়া হয়।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রদল বলেছে, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতারা ছাত্রদলের নেতাদের ওপর হামলা করেছেন। অন্যদিকে ছাত্রশিবির এক বার্তায় বলেছে, এক জুলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল। এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা মিলে শিবির, শিক্ষার্থী ও পুলিশের ওপর হামলা করেছেন।
তবে কাকে থানায় সোপর্দ করা হয়েছিল, তাঁর নাম দুই পক্ষের কেউ জানায়নি।
থানায় দুই পক্ষের হট্টগোল ও পাল্টাপাল্টি ধাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, থানার সামনে এদিক সেদিক ছোটাছুটি করছেন বেশ কয়েকজন ব্যক্তি। কেউ কেউ থানার ভেতরে ঢুকে পড়েছেন। থানার ফটকের সামনে লাঠিসোঁটা হাতে কয়েকজনকে হট্টগোল করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির রাত একটার দিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments