Image description

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিকভাবে কোনো রক্তের প্রয়োজন নেই বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বরং রক্ত দিতে আসা অসংখ্য মানুষের ভিড়ের কারণে হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। হাসপাতাল কর্তৃপক্ষ ভিড় না করার জন্য জরুরিভাবে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম এই আহ্বান জানান। তিনি বলেন, “আজ রক্তের কোনো প্রয়োজন নেই। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। অগ্নিদগ্ধদের প্রথম ২৪ ঘণ্টায় আমরা রক্ত দেই না। যারা রক্ত দিতে চান আগামীকাল সকাল ৮টায় আসুন। আগামীকাল আমাদের ৩০-৩৫ ব্যাগ রক্ত লাগতে পারে। এখন ভিড় কম করে আমাদের সাহায্য করুন।”

ডা. মারুফুল ইসলাম আরও জানান, রক্ত দিতে আগ্রহী স্বেচ্ছাসেবকদের অস্বাভাবিক ভিড়ের কারণে সংক্রমণ ঝুঁকি বাড়ছে এবং চিকিৎসা কার্যক্রমে সমস্যা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে "একান্ত প্রয়োজন ছাড়া হাসপাতালে না আসার" অনুরোধ করেছেন।

উল্লেখ্য, আজ দুপুরে উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, যেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বহু শিক্ষার্থী হতাহত হয়েছে।