
সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থার যে দাবি তোলা হয়েছে তা ‘দেশে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ ও চরমপন্থার বিকাশের পথ সুগম করতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বিকালে পেশাজীবীদের এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আমরা দেখেছি, কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন দাবিতে সোচ্চার হয়েছে।
“বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু, রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া।”
আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, “সংখ্যানুপাতিক যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে।
“দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু হওয়া উচিত নয়।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এই ধরনের (পিআর সিস্টেম) দাবি উত্থাপনের বিষয়টিকে কোনো কোনো দল গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখলেও, বিবেচনা করলেও দেশ এবং জনগণের সাথে বিএনপি বাংলাদেশকে সংখ্যানুপাতিক যে পিআর সিস্টেম বা নির্বাচন ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি।
Comments