Image description

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির পরিবারের লোকজনের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে বগুড়ার শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম এজাহারভুক্ত ১০৭ নম্বর আসামি ছিলেন। থানা পুলিশ তাঁকে গ্রেপ্তারে সোমবার দুপুরে সিরাজুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে ওই বাড়ির নারী–পুরুষসহ কিছু লোক পুলিশের ওপর হামলা করে। এই হামলায় আহত হন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সরাফত জামানসহ পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলাম, মো. নূরনবী ও আইনুল হক। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের ওপর হামলার ঘটনায় যাঁদের আটক করা হয়েছে, তাঁরা হলেন সিরাজুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম (৪৮), তাঁর ছেলে নজরুল ইসলাম ওরফে লিটন (৩৫) ও পুত্রবধূ (নজরুল ইসলামের স্ত্রী) কামরুন নাহার ওরফে রিমা (২৫)। তাঁদের সবাইকে থানা হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় দুজন বাসিন্দা বলেন, সিরাজুল ইসলামের বাড়ি চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির ভেতরে কী হয়েছে তা তাঁরা জানেন না। পুলিশ সোমবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালায়। পরে থানা থেকে আরও অতিরিক্ত পুলিশ এসেছিল।