কুষ্টিয়ায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখতে বিএনপির অভিযোগ বক্স স্থাপন

কুষ্টিয়ায় দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসী রুখতে অভিনব কায়দা অবলম্বন করেছেন বিএনপি। এসবের বিরুদ্ধে হার্ড লাইনে যেতে দলটি অভিযোগ বক্স স্থাপন করেছেন। সোমবার (২১ জুলাই) বেলা ১টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এই অভিযোগ বক্স টাঙিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি'র আহবায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মণি জুবায়ের রিপন।
এর পূর্বে কুষ্টিয়া জেলা বিএনপি'র নেতৃবৃন্দ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার।
মতবিনিময় সভায় জেলা বিএনপি'র এই দুই নেতা বলেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই-আগস্টের আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় দিয়েছি। আন্দোলন সংগ্রাম পরবর্তীতে দেশে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। দেশে সামাজিক গণমাধ্যম ফেসবুক এবং সংবাদপত্রের মতো গণমাধ্যম রয়েছে। এর মধ্যে ব্যক্তিগত সামাজিক গণমাধ্যম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে পক্ষে-বিপক্ষে নানা অভিযোগ তুলে ধরা হচ্ছে। যা দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। এই বিভ্রান্তি থেকে মুক্তি পেতে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজসহ নানা সমস্যা রুখতে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অভিযোগ স্থাপন করা হলো।
এক মাস পর এই অভিযোগ বক্সটি খুলে অভিযোগগুলোর সমাধান কল্পে কুষ্টিয়া জেলা বিএনপি এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বক্তারা বলেন, কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে কোন সন্ত্রাসী চাঁদাবাজি ও দুর্নীতি করে থাকে তাহলে তার দায়ভার তাকেই নিতে হবে। এজন্য দল দায়ী থাকবে না। তবে দলের কোন নেতাকর্মী যদি এসব কাজের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির এই দুই নেতা।
Comments