
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশ মানুষের মতো শোকস্তব্ধ বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই মর্মান্তিক ঘটনায় তিনি শুধু হতাহতদের জন্য দোয়া চাননি, বরং সংবাদমাধ্যমকে হতাহত শিশুদের ছবি ও ভিডিও প্রকাশে সংবেদনশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন। তার এই আবেগঘন বার্তা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উত্তরায় একটি মাইলস্টোন স্কুলের পাশে বিমানবাহিনীর 'এফ-৭ বিজিআই' মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন নিহত এবং ৬০ জন আগুনে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। দুর্ঘটনার সময় স্কুলটিতে ক্লাস চলছিল, ফলে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, "যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।"
শুধু শোক প্রকাশ করেই ক্ষান্ত হননি তামিম। তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, "আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।"
তামিম ছাড়াও লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম এবং আকবর আলী সহ আরও অনেক ক্রিকেটার এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা সকলেই আহতদের দ্রুত আরোগ্য এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন।
Comments