Image description

করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাত (২১ জুলাই) তিনটা ২০ মিনিটে তার মৃত্যু হয়। 

তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। এটিই এ বছর খুলনায় করোনায় প্রথম মৃত্যু। বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দীপ রায়ের অবস্থার অবনতি হলে রোববার (২০ জুলাই) বিকেলে খুমেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) ভোররাতে তার মৃত্যু হয়।