
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি জানান, এনসিপি নেতাদের সাঁজোয়া যানে করে উদ্ধার করতে হয়েছে, যা দেশে এর আগে দেখা যায়নি। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, গোপালগঞ্জে এমন পরিস্থিতি হলে টুঙ্গিপাড়ায় এর ভয়াবহতা আরও বাড়তে পারত।
নিজের ইউটিউব চ্যানলে প্রকাশ করা এক ভিডিওতে সাবেক এই সংসদ সদস্য বলেন, গোপালগঞ্জে গিয়ে এনসিপি নেতারা মুজিববাদ নিয়ে যখন কথাবার্তা বললেন, তখন এটার যে সহিংসতা, উন্মত্ততা, সন্ত্রাস কোন পর্যায়ে গেল যে চারজনকে সরাসরি গুলি করে মেরে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। যারা সেখানে গিয়েছেন, তাদের নজিরবিহীন নিরাপত্তা দিয়ে ওখান থেকে সরিয়ে আনতে হয়েছে।
রনি বলেন, আগামীতে যদি এই কাজ করার কারো ইচ্ছা থাকে, সেটা কোন পর্যায়ে যেতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এর সঙ্গে এটাও মাথায় রাখতে হবে— রাজনৈতিক ক্ষমতা এত বেশি প্রবল, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে কেউ পারে না।
Comments