
গাজীপুর নগরীর কোনাবাড়ি এলাকায় তালাবদ্ধ ঘর থেকে এক কারখানা কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন জানান, রোববার সন্ধ্যায় আমবাগ মধ্যপাড়ার আতাউর মার্কেট এলাকার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ৪৮ বছর বয়সী মো. রফিকুল ইসলাম টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি ওই ফ্ল্যাটে ভাড়া থেকে গাজীপুর ‘ফিড মিল লিমিটেড’ কারখানায় চাকরি করতেন।
ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুলের লাশ উদ্ধারের পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার বেলা ১১টার দিকে রফিকুলের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। পরে রফিকুলের স্বজনরা সহকর্মী রুবেল রানাকে বিষয়টি জানান। অফিস থেকে চেষ্টা করেও রফিকুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এক পর্যায়ে খোঁজ নেওয়ার জন্য অফিস থেকে দুই কর্মীকে বাসায় পাঠানো হয়। তারা বাসায় গিয়ে দরজায় তালাবদ্ধ দেখতে পান।
দুপুরে তারা বাড়ির মালিককে সঙ্গে নিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর রফিকের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো ছিল।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন বলেন, “রফিকুলের মাথায় ও ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
Comments