Image description

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেত এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রা বিরতি নেই। তবে সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় আজিমনগর স্টেশনে আসতেই ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা খেয়াল করে দেখেন ট্রেনের ইঞ্জিন নেই, কেবল ১৫টি বগি পড়ে আছে। ইঞ্জিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেনের বগি রেখেই ইঞ্জিন চলে যায়।

আজিমনগর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫৭ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছায়। তখনই ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এগিয়ে যেতে থাকে। ঘটনাটি বুঝতে পেরে কর্তৃপক্ষ দ্রুত কন্ট্রোল রুম এবং চালকের সঙ্গে যোগাযোগ করে। প্রায় ইঞ্জিনটি ফিরে আসে এবং ১০ মিনিটে বগিগুলো সংযুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

আজিমনগর স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার জীবন বৈরাগী বলেন, স্টেশনে আসার পর হঠাৎ ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যায়। আমরা দ্রুত ব্যবস্থা নেই। ইঞ্জিন ফিরে এসে বগিগুলো আবার জোড়া লাগিয়ে গন্তব্যে রওনা দেয়।

তিনি আরও জানান, এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মাত্র ১০ মিনিটের বিলম্ব ঘটে।