Image description

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (১৪ জুলাই) বিইআরসি থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হয় এবং সোমবার রাত ১২টার পর থেকে তা কার্যকর হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ৯৮ টাকা ২ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেও প্রতি লিটার ৬০ মার্কিন সেন্ট থেকে বাড়িয়ে ৬৪ সেন্ট নির্ধারণ করা হয়েছে।

এর আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা বাতিল করে। এরপর গত বছরের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়। এই প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানির আয়োজন করে বিইআরসি।

এদিকে, এই দাম নির্ধারণের বিরোধিতা করে সোমবার বিইআরসিকে একটি চিঠি পাঠিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাবের চিঠিতে বলা হয়েছে, জেট ফুয়েলের বিতরণ চার্জ বৃদ্ধি যৌক্তিক হয়নি, তাই তারা এর প্রতিবাদ জানিয়েছে। ক্যাব বিদ্যমান বিরোধ নিষ্পত্তির আগ পর্যন্ত জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ স্থগিত রাখার দাবি জানিয়েছে।

বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মেট্রিক টন, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪১ হাজার ৩৩ মেট্রিক টনে।