Image description

খুলনার খানজাহান আলী এলাকার আফিল গেটে একটি ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রেল ক্রসিংয়ে একটি ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে খুলনা অভিমুখে আসা মহানন্দা ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। ফলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে এবং ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, রাত সোয়া ৮টার দিকে ডাউন লাইনে মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল, তখনই এই সংঘর্ষের ঘটনা ঘটে।