আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, জনসমর্থনের মধ্য দিয়ে জবাব দেবো: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, তবে জনসমর্থনের মধ্য দিয়ে এর জবাব দেওয়া হবে। সোমবার সকালে পটুয়াখালীর শহীদ হৃদয় তরুয়া চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। অভ্যুত্থানের নেতৃবৃন্দকে আপনাদের সামনে দুর্নীতিগ্রস্ত প্রমাণের চেষ্টা করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "যখন আমরা পদযাত্রা শুরু করেছি, যখন আমরা প্রতিটি জেলায় যাচ্ছি, স্রোতের মত মানুষের মিছিল এসে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।"
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জনসমর্থনের মধ্য দিয়ে এই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে এবং মানুষের আস্থার মধ্য দিয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
এর আগে সমাবেশে নাহিদ ইসলাম বিএনপিকে "চাঁদাবাজ ও মুজিববাদের নতুন পাহারাদার" বলেও অভিহিত করেন এবং তাদের প্রতিহত করার আহ্বান জানান।
তিনি বলেন, "আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না। কিন্তু জনগণের বিরুদ্ধে, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ালে তাদের সঙ্গে আমাদের ঐক্য সম্ভব নয়।"
সমাবেশ শেষে এনসিপি নেতারা জুলাই অভ্যুত্থানে শহীদ হৃদয় তরুয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন।
Comments