Image description

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নৌ বন্দরকে ১নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।  দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ১০রুটের লঞ্চ চলাচল। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে এ নির্দেশনা দিয়েছে বিআইডব্লিটিএ।

রুটগুলো হলো- ভোলা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, মির্জাকালু-আলেকজান্ডার, বেতুয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, বেতুয়া-মনপুরা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-চর জহিরউদ্দিন, হাকিমুদ্দিন-মনপুরা-চর জহিরউদ্দিন।

ভোলা নৌ বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) রিয়াদ হোসেন জানান, সমুদ্র এবং নৌ বন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় সকাল ১০টার পর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা-ঢাকা এবং ভোলা-বরিশালসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।