হাইকোর্টের রুল জারি
ড.ইউনূসকে 'জাতীয় সংস্কারক’ এবং অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণা কেন নয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ এবং ২৪-এর অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের ‘জাতীয় শহীদ’ হিসেবে কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল দেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক (হোয়াইট ম্যান) গত ফেব্রুয়ারিতে এই নির্দেশনা চেয়ে রিটটি করেছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশ গঠনে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার কথা বলেছেন এবং বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন। তার এই সংস্কার কাজকে সমর্থন জানিয়ে তাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার পাশাপাশি আবু সাঈদ, মুগ্ধসহ অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণার দাবি জানানো হয়।
জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষাসচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, তথ্য ও সম্প্রচারসচিব এবং অর্থসচিবকে এই রিটে বিবাদী করা হয়েছে।
Comments