Image description

নেত্রকোনার বারহাট্টা নেত্রকোনায় কুরআন ও ধর্ম অবমাননার মামলায় চন্দ্রপুর পালপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী নাজমা আক্তার কে গত রাতে গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা পুলিশ। সোমবার (১৪ জুলাই) নাজমা আক্তার কে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান। 

১২ জুলাই রাতে চন্দ্রপুর গেইরা বাজারে কামালপুর জয় কৃষ্ণ নগর গ্রামের ফজু মিয়ার ছেলে হাবিবুর রহমান বাজার মসজিদ থেকে একটি কুরআন শরিফ নিয়ে নাজমা ও বেগমা আক্তারের আশ্রয়ে থাকা এক গাঁজাখোর পাগলের হাতে তোলে দেয়। সেই পাগল কুরআন শরিফের উপর পা দিয়ে আঘাত ও নানা ভাবে কুরআন শরিফ কে অবমাননা করে। এই সময় হাবিবুর, নাজমা, বেগমা সহ এই পাগলের ভক্ত বৃন্দরা উপস্থিত ছিলো বলে জানা গেছে। 

এই খবর শুনে আশেপাশের ধর্মপ্রাণ মুসলমানেরা তাৎক্ষণিক প্রতিবাদ করে ও রবিবার গেইরা বাজারে তৌহীদি জনতা জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এবং ২৪ ঘন্টার ভিতরে তাদের গ্রেফতারের দাবী জানায়। 

উপজেলার জীবনপুর গ্রামের মাওলানা তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করলে গত রাতেই একজনকে গ্রেপ্তার করে বারহাট্টা থানা পুলিশ। বাকী আসামী গণ পলাতক আছে। তারা হলো কামালপুর জয় কৃষ্ণ নগর গ্রামের ফজু মিয়ার ছেলে হাবিবুর রহমান ও চন্দ্রপুর গ্রামের দুঃখু ফকিরের স্ত্রী বেগমা আক্তার। 

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, গত রাতেই একজন আসামিকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীরা পলাতক রয়েছে। তাদের কে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।