Image description

সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করে সৎ মা পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কুটিরচর গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় সৎ মা রুবি খাতুন পলাতক রয়েছেন।

নিহত হাজেরা খাতুন ওই গ্রামের হারুন অর-রশিদের মেয়ে ও কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ঘাতক নারী রুবি খাতুন হারুন অর-রশিদের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৪-৫ বছর আগে শিশুটির মা অন্যের সঙ্গে পালিয়ে গেলে হারুন অর-রশিদ রুবি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই হাজেরা তার বাবা, সৎ মা ও দাদা-দাদির সঙ্গে থাকতেন। রুবির দুটি জমজ ছেলে সন্তানও রয়েছে।

হাজেরার দাদী মনোয়ারা খাতুন অভিযোগ করে বলেন, দুপুরে স্কুল থেকে ফেরার পর থেকেই হাজেরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রুবি ঔষধ  আনার কথা বলে তার নিজের দুই সন্তানকে রেখে বাইরে চলে যায়। কিন্তু সন্ধ্যা হলেও বাসায় ফেরেনা। এদিকে হাজেরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে বাড়ির খাটের নিচের বালতির মধ্যে বস্তাবন্দী অবস্থায় হাজেরার মরদেহ দেখতে পান তিনি।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৎ মা শ্বাসরোধ অথবা মারপিট করে শিশুটিকে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।