Image description

ভোলায় ঘরের পাশে খালে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঘটনাটি ঘটেছে বোরহানউদ্দিন উপজেলার কুুতুবা ২ নং ওয়ার্ডস্থ যুগলার দিঘির পাড় এলাকায়। নিহতরা হলেন, ইসমাইল (৬) ও শফিউল (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুতুবা ২ নং ওয়ার্ডস্থ মোঃ কবির হোসেন এর দুই ছেলে রবিবার বিকেলে খেলতে গিয়ে বসত ঘরের কাছের খালে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর খালে ভাসতে দেখে খাল থেকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসলে শিশু ইসমাইল ও শফিউল কে মৃত্যু বলে ঘোষণা করেন দায়িত্বরত ডাক্তার।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ ছিদ্দিকির রহমান এর সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।