Image description

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এ সময় বাসটির ৯ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কুমিরা ডিএবি পেট্রলপাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, একটি সিমেন্ট কোম্পানির মালবোঝাই ট্রাক নষ্ট হয়ে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ৯ জন আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করেন।

কুমিরা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা সবাই বাসটির যাত্রী। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা দুই যাত্রী হলেন রোকসানা বেগম (৩৬) ও রত্না (৪০)। তাঁরা দুজনই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।