
আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়েছে, যা ৪ আগস্টের মধ্যে শেষ হবে। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকী জানান, একজন দর্শনার্থী জাদুঘরে এসে যেন 'জুলাই বিপ্লব', 'আওয়ামী লীগের দুঃশাসন' এবং 'অভ্যুত্থানের স্মৃতি' উপলব্ধি করতে পারেন, সেই উদ্দেশ্যেই জাদুঘরটি নির্মাণ করা হচ্ছে। এখানে জুলাই আন্দোলনের স্থিরচিত্র, স্মারক, শহীদদের জিনিসপত্র, নথিপত্র এবং তৎকালীন পত্রিকার কাটিং থাকবে। স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্যও বিশেষভাবে প্রদর্শিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাদুঘর পরিচালনার জন্য একটি আইনি কাঠামো তৈরি করা হবে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments