
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে, তারা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের বিরুদ্ধে 'ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার' এবং মিটফোর্ডে 'পাশবিক হত্যাকাণ্ডের' দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, "যারা আজকে তারেক রহমানের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা দেশের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে।"
তিনি তথাকথিত রাজনৈতিক নেতাদের প্রতি ধিক্কার জানান, যারা তারেক রহমান সম্পর্কে অশ্লীল-অশ্রাব্য কথা বলেছেন। তবে, তিনি নেতাকর্মীদের এমন ভাষায় জবাব না দিতে বলেন।
মিটফোর্ডে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "এই হত্যার সঠিক তদন্ত হতে হবে, যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।" তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, তাদের লক্ষ্য এখন ২৬ ফেব্রুয়ারির নির্বাচন, যা তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে লন্ডনে ঠিক হয়েছে।
মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এই সমাবেশে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
Comments