Image description

মবই অন্তর্বর্তীকালীন সরকারের শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, এ সরকারের শক্তিই হচ্ছে মব। মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। মবের মাধ্যমেই সরকার বা জুলাই আন্দোলনের বিজয়ী শক্তি একটা ত্রাসের রাজত্ব, ভয়ের রাজত্ব তৈরি করছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এ কথা করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, আজ মিডিয়া বলেন, বিচার বিভাগ বলেন— সব সংস্থা এ মবের ভয়ে তটস্থ। একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে যেভাবে দলের আধিপত্য বিস্তার করে, মব সেভাবে আধিপত্য বিস্তার করছে। যে জায়গায় সবচেয়ে বেশি নিরাপত্তা থাকা দরকার, সেই আদালত পাড়ায়ও মব হচ্ছে, এটা খুব দুঃখজনক বিষয়।
 
তিনি আরো বলেন, সম্প্রতি নাঈমুর রহমান দুর্জয় যখন মবের শিকার হয়েছেন, তখন ৫০/৬০ জন পুলিশ তাঁকে নিয়ে পালাচ্ছে। ওই মব করার জন্য তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। যে রাগ ছিল, ক্ষোভ ছিল, সেটা প্রশমন করাই রাজনীতি। সেটাকে ন্যায়বিচারের মাধ্যমে প্রশমন করতে হয়।

যাদের বিরুদ্ধে দোষ আছে, অভিযোগ আছে, মামলা আছে, তারা মামলা ফেস করবে। কিন্তু সবাইকে মব করবেন, বিচারের আগেই বিচার করছেন, সেটা কখনোই কোনো বিচারিক ব্যবস্থা বা আইনের শাসন হতে পারে না। বিপ্লব আর দেশ চালানো এক নয় বলেও মন্তব্য করেন তিনি।