Image description

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড এলাকার বিটাক ভবনের মাঠে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির উদাসীনতাকে এ ঘটনার জন্য দায়ী করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে একাউন্টিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়রের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় সিনিয়রকে ক্ষমা চাইতে বাধ্য করা হলে তিনি বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানান। পরে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়, এতে তিনজন আহত হন। দুজনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা গেইট-০১ এর সামনে এবং একাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা বিটাক ভবনের সামনে জড়ো হন। পরে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিটাক ভবনের দিকে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা চলার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ বলেন, “গ্রুপে মেসেজ দেখে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বন্ধু ফয়সালকে মারধর করা হচ্ছে। ছাড়াতে গেলে আমাকেও ঘিরে মারধর করা হয়।”

একাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাদমান হোসেন বলেন, “মাঠে খেলার জন্য গেলে স্থানীয় কিছু ছেলে ঝামেলা করে। পরে তারা চলে গেলেও কিছু লোক এসে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের দুই-তিনজন আহত হন।”

সহকারী প্রক্টর আলমগীর হোসেন বলেন, “ফুটবল খেলায় ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা পরিস্থিতি শান্ত করেছি এবং সমাধানের চেষ্টা চলছে।”

প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল জানান, “আমরা উভয় বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। আগামীকাল এ বিষয়ে আলোচনা হবে।”