Image description

গাজীপুরের টঙ্গী থেকে ১৫ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত কিশোর কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোক্তারবাড়ি রোড এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়। 

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে কয়েকদিন আগে রশিদুল্লাহ নামের এই কিশোর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। শুক্রবার সকালে সে গাড়িতে করে টঙ্গী এলাকায় পৌঁছায়। রাত আনুমানিক ৯টার দিকে মোক্তারবাড়ি রোডে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হলে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পুলিশ তাকে আটক করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান জানান, সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ এলে আটককৃত কিশোরকে তাদের কাছে হস্তান্তর করা হবে।