Image description

৫ জুলায় শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের ইশান নগর গ্রামের কৃষক সারোয়ার হোসেনকে অজ্ঞাতনামা এক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন তার স্ত্রী ও এলাকাবাসী।

শুক্রবার (২০ জুন) কসবা থানা পুলিশ সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর শনিবার (০৫ জুলাই) কসবা পৌর মুক্তমঞ্চের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালির আয়োজন করা হয়।

মানববন্ধনে কৃষক সারোয়ার হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, "আমার স্বামী একজন দিনমজুর, খেটে খাওয়া সাধারণ মানুষ। তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। এখন তাকে গ্রেপ্তার করায় আমাদের সংসারের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। আমি আমার সন্তানদের নিয়ে মানবেতর ভাবে জীবনযাপন করছি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন সত্য তদন্তের মাধ্যমে আমার স্বামীকে মুক্তি দেওয়া হয়।"

এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফারুক আহমেদ ভূইয়া, আব্দুল হাই ও মিন্টু মিয়া। বক্তারা বলেন, “সারোয়ার হোসেন একজন কৃষক। কখনও তাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে দেখা যায়নি। তাকে কেন অজ্ঞাতনামা মামলায় গ্রেফতার করা হলো, তা আমাদের বোধগম্য নয়।”

তারা অবিলম্বে কৃষক সারোয়ার হোসেনের মুক্তির দাবি জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।