Image description

জাতীয় নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিরাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা সংস্কার কমিশনে গিয়ে 'বড় বড় কথা' বলছে। শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই। আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি- এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে এলে জামানত না থাকার কথা, তারা বলছে। আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এসব বয়ান দিচ্ছে।" তিনি আরও বলেন, "তারা আন্দাজে বয়ান দিচ্ছে। বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আনুপাতিক নির্বাচন কী জিনিস, আপনারা কেউ জানেন?"

বিএনপির এই নেতা 'চেতনা বিক্রি না করার' আহ্বান জানিয়ে বলেন, "জুলাইয়ের (গণঅভ্যুত্থান) অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।"

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, "সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকদিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায়। যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে; তারাও আনুপাতিক হারে নির্বাচন চায়। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায়-দায় সন্ধ্যায় চলে যায়।"

সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। তিনি বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিতে হবে, অন্যথায় গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।

এই সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।