মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তারদের মধ্যে ৩ জন দেশে ফিরেছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে তিনজন দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ফেরত আসা তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি যারা ফিরবেন, তাদেরও একইভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। শুক্রবার (৪ জুলাই) এ তথ্য জানান উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, সরকার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিনজন অলরেডি (ইতিমধ্যে) ফেরত এসেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা যখনই বাংলাদেশে ফেরত আসবে, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা জড়িত থাকলে, উপযুক্ত প্রমাণ নিজেরা পেলে বা মালয়েশিয়া কর্তৃপক্ষ থেকে পেলে আমরা অবশ্যই তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাব।
বিষয়টি নিয়ে মালয়েশিয়ার উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়ার মাটিতে হোক, বাংলাদেশের মাটিতে হোক, কোনো রকম জঙ্গিবাদ আমরা প্রশ্রয় দেব না। এই ব্যাপারে আমরা কঠোর অবস্থান নেব।
উপদেষ্টা বলেন, মালয়েশিয়া আমাদের বন্ধুরাষ্ট্র। কয়েক লাখ বাঙালি ওখানে কাজ করছে। এই ধরনের ঘটনা যখন ঘটে, কয়েকজনের বিরুদ্ধে এ রকম অভিযোগ আসে জঙ্গিবাদে জড়ানোর, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। আমাদের এবং মালয়েশিয়ার দুই দেশের জন্যই এটা উদ্বিগ্ন হওয়ার বিষয়।
এর আগে ‘উগ্রবাদী’ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির সেলাঙ্গর ও জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী অভিযানে তাদের আটক করা হয়।
Comments