Image description

রংপুরে বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মোন্নাফ (৩৪), ইসমাঈল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর দশলিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন মিয়া (৩০), পশ্চিম মান্দুয়ার পাড়া এলাকার ওসমান গনির ছেলে বাদশা মিয়া (৩০), দক্ষিণ মান্দুয়ার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, `শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত ৫টি মোটরসাইকেলই থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকগদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হলো।