মাছের খামারে নিরাপত্তা দেবে ‘পন্ডগার্ড’: দেশীয় প্রযুক্তিতে তৈরি উদ্ভাবনী যন্ত্র

মাছচাষে সহজ ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে ২০২১ সালে একটি যন্ত্র উদ্ভাবন করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তরুণ উদ্যোক্তা মো. সাদ্দাম হোসেন। যন্ত্রটির নাম দিয়েছেন ‘পন্ডগার্ড’। এটি ব্যবহার করে সহজেই মাছের খামারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ইতোমধ্যে এটি পরীক্ষামূলকভাবে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হচ্ছে।
সোলার প্যানেলচালিত এই যন্ত্রটি খামারের পানিতে ভাসমান অবস্থায় বসানো যায়। যন্ত্রটি পানিতে নড়াচড়া করলে অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে সতর্ক সংকেত দেয়, ফলে চোর বা অনধিকারপ্রবেশকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।
সাদ্দাম হোসেন জানান, ‘পন্ডগার্ড’ মূলত একটি স্বয়ংক্রিয় নিরাপত্তা যন্ত্র যা মাছের খামার ও বাড়ির চারপাশে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এটি রাতে বা দূরবর্তী খামার এলাকায় ব্যবহার করলে মালিক বা কর্মচারীরা সহজেই নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।
তিনি আরও বলেন, খামারের নিরাপত্তা ছাড়াও ভবিষ্যতে এ যন্ত্র বাড়িঘর, দোকান, গুদামঘরসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকরভাবে ব্যবহার করা যাবে। বর্তমানে যন্ত্রটির আরও আধুনিক সংস্করণ তৈরির কাজ চলছে।
সরকারি সহায়তা পেলে এটি বৃহৎ পরিসরে উৎপাদন ও বিপণন করা সম্ভব বলে মনে করছেন উদ্ভাবক সাদ্দাম।
তিনি বলেন, “দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধরনের উদ্ভাবনী যন্ত্র দেশের নিরাপত্তা ও প্রযুক্তি খাতে নতুন দিগন্ত খুলে দিতে পারে।”
Comments