
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে অস্ত্রসহ (৫৫) গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোকন মিয়া সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের মৃত ইউনুস মিয়ার ছেলে ও পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনী গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি নেতা খোকন মিয়াকে গ্রেফতার করে। এসময় তার বাড়ি থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম মানবকণ্ঠকে বলেন, অস্ত্রসহ আসামি গ্রেফতারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সেনাবাহিনী আসামিকে হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Comments