
চট্টগ্রাম কক্সবাজার রোডে চকরিয়া বরইতলি হারবাং গয়ালমারা রাস্তার মাথায় রোড এক্সিডেন্টে পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি)আব্দুল মান্নানের(৩৭) মৃত্যু। বৃহস্পতিবার মাদ্রাসার ক্লাস শেষে স্ব পরিবার প্রতিবারের ন্যায় তার নিজ বাড়ি কক্সবাজার সদরের চৌফলদন্ডী এর উদ্দেশ্য রউনা হয়। কারণ শুক্রবার কক্সবাজার ধর্মের ছড়া জামে মসজিদে জুমার নামাজ পড়ান তিনি । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রতি বৃহস্পতিবার বাড়িতে পৌঁছাতে পারলেও এই বৃহস্পতিবার চট্টগ্রাম কক্সবাজার রোডে চকরিয়া বরইতলি হারবাং গয়ালমারা রাস্তার মাথায় রোড এক্সিডেন্টে গুরুতর আহত হন তিনি।
গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তরুণ আলেম আব্দুল মান্নান। তার ছোট বাচ্চা গুরুতর আহত অবস্থায় আছে। সবার কাছে দোয়া চেয়েছেন উজানটিয়া এ এস আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি।
মাওলানা আব্দুল মান্নানের বাড়ি কক্সবাজার সদরের চৌফলদন্ডী। তিনি পেকুয়ার উজাটিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক। প্রতি বৃহস্পতিবার বাড়িতে চলে আসেন। শুক্রবার ধর্মের ছড়া জামে মসজিদে জুমার নামাজ পড়ান। তিনি অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স, বিএমটিটিআই, গাজীপুরের ৬৩তম ব্যাচের প্রশিক্ষণার্থী ও বর্তমানে উক্ত কোর্সের একজন সম্মানিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আব্দুল মান্নানের মৃত্যুতে তার চাকরিস্থল উজানটিয়ায় শোকের ছায়া নেমে এসেছে,এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলে। একজন তরুণ আলেমের অকালে মৃত্যু মেনে নিতে পারছেননা উজানটিয়াবাসী।
উজানটিয়া উজানটিয়া এ এস আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোকাররম হোছাইন জানান, মাওলানা আব্দুল মান্নান একজন সদালাপী মেধাবী আলেম ছিলেন। তার অকাল মৃত্যু আমাদের মাদ্রাসার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। আল্লাহ আব্দুল মান্নানের পরিবারকে শোক সইবার তৌফিক দান করুন এবং মরহুমকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে। তার গুরুতর আহত ছোট ছেলের জন্য সবাই দোয়া করবেন।
Comments